প্রকাশিত: Tue, Jun 25, 2024 11:32 AM
আপডেট: Sun, Jan 25, 2026 7:33 PM

[১]বেনজীর-মতিউরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে কোনো চাপ নেই: দুদক সচিব

মাসুদ আলম: [২] দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কোনো ধরনের চাপের সম্মুখীন হতে হচ্ছে না ।

[৩] সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। আমরা আইন ও বিধিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি। এখানে কোনো ধরনের চাপ নেই। এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব